শ্রীকৃষ্ণচৈতন্য গোরা শচীর দুলাল
শ্রীগৌর-তত্ব
শ্রীকৃষ্ণচৈতন্য গোরা শচীর দুলাল।
এই সে পূরবে ছিল গোকুলের গোপাল।।
কেহ বলে, 'জানকী-বল্লভ ছিল রাম।'
কেহ বলে, 'নন্দলাল নবঘন-শ্যাম।।'
পূরবে কালিয়া ছিল গোপীপ্রেমে ভোরা।
ভাবিয়া রাধার বরণ এবে হইল গোরা।।
ছল ছল অরুণ নয়ান অনুরাগী।
না পাইয়া ভাবের ওর হইল বৈরাগী।।
সন্ন্যাসী বৈরাগী হৈয়া ভ্রমে দেশে দেশে।
তমু না পাইল রাধার প্রেমের উদ্দেশে।।
গোবিন্দ দাসিয়া কয় কিশোরী কিশোরা।
স্বরূপ-রামের সনে সেই রসে ভোরা।।
