ধর্মপথে থাকি' কর জীবন যাপন, ভাই

ধর্মপথে থাকি' কর জীবন যাপন, ভাই


ধর্মপথে থাকি' কর জীবন যাপন, ভাই। 

হরিনাম কর সদা (ওরে ও ভাই) হরিনাম বিনা বন্ধু নাই। 

যে-কোন ব্যবসা ধরি', জীবন নির্ব্বাহ করি', 

বল মুখে 'হরি হরি', এই মাত্র ভিক্ষা চাই।। 

গৌরাঙ্গচরণে মজ', অন্য-অভিলাষ ত্যজ, 

ব্রজেন্দ্রনন্দনে ভজ, তবে বড় সুখ পাই।। 

আমি চাঁদ-বাউল দাস, করি তব কৃপা-আশ, 

জানাইয়া অভিলাষ, নিত্যানন্দ-আজ্ঞা গাই।।

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

জয় রাধামাধব