জয় জয় জগন্নাথ শচীর নন্দন

 গৌর-কৃষ্ণ-জগন্নাথ অভিন্ন


জয় জয় জগন্নাথ শচীর নন্দন। 

ত্রিভুবন করে যার চরণ বন্দন ।। 

নীলাচলে শঙ্খ-চক্র-গদা-পদ্ম-ধর। 

নদীয়া নগরে দণ্ড-কমণ্ডলু কর ।। 

কেহ বলে- 'পুরবেতে রাবণ বধিলা।' 

গোলোকের বৈভব-লীলা প্রকাশ করিলা ।। 

শ্রীরাধার ভাবে এবে গোরা অবতার। 

'হরে কৃষ্ণ'- নাম গৌর করিলা প্রচার ।। 

বাসুদেব ঘোষ বলে করি যোড় হাত। 

যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ ।।

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি