অবতার সার, গোরা-অবতার
শ্রীগৌর-মহিমা
অবতার সার, গোরা-অবতার
কেননা ভজিলি তাঁরে।
করি' নীরে বাস, গেল না পিয়াস,
আপন করম ফেরে ।।
কন্টকের তরু, সদাই সেবিলি (মন)
অমৃত পাইবার আশে।
প্রেমকল্পতরু, শ্রীগৌরাঙ্গ আমার
তাহারে ভাবিলি বিষে ।।
সৌরভের আশে, পলাশ শুকিলি (মন)
নাসাতে পশিল কীট।
'ইক্ষুদন্ড' ভাবি, কাঠ চুযিলি (মন)
কেমনে পাইবি মিঠ ।।
'হার' বলিয়া, গলায় পরিলি (মন),
শমন-কিঙ্কর সাপ।
'শীতল' বলিয়া, আগুন পোহালি (মন)
পাইলি বজর-তাপ ।।
সংসার ভজিলি, শ্রীগৌরাঙ্গভুলিলি,
না শুনিলি সাধুর কথা।
ইহ-পরকাল, দুকাল খোয়ালি (মন),
খাইলি আপন মাথা ।।