নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি

শ্রীনিত্যানন্দের গুণ বর্ণনা


নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি। 

আনিয়া প্রেমের বন্যা ভাসাইল অবনী ।। 

প্রেমের বন্যা লইয়া নিতাই আইল গৌড়দেশে। 

ডুবিল ভকতগণ দীন-হীন ভাসে ।। 

দীন-হীন-পতিত-পামর নাহি বাছে। 

ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচে ।। 

আবদ্ধ করুণা-সিন্ধু (নিতাই) কাটিয়া মুহান। 

ঘরে ঘরে বুলে প্রেম অমিয়ার বান ।।

 লোচন বলে মোর নিতাই যেবা না ভজিল। 

জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হৈল ।।


Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

জয় রাধামাধব