আরে ভাই! ভজ মোর গৌরাঙ্গচরণ
গৌরাঙ্গ-নিষ্ঠা
আরে ভাই! ভজ মোর গৌরাঙ্গচরণ।
না ভজিয়া মৈনু দুঃখে,
ডুবি' গৃহ-বিষকূপে,
দগ্ধ কৈল এ পাঁচ পরাণ।।
তাপত্রয়-বিষানলে,
অহর্নিশ হিয়া জ্বলে,
দেহ সদা হয় অচেতন।
রিপুবশ ইন্দ্রিয় হৈল,
গোরাপদ পাসরিল,
বিমুখ হইল হেন ধন।।
হেন গৌর দয়াময়,
ছাড়ি' সব লাজ-ভয়,
কায়মনে লহ রে শরণ।
পরম দুর্মতি ছিল,
তারে গোরা উদ্ধারিল,
তারা হৈল পতিতপাবন।।
গোরা দ্বিজ নটরাজে,
বান্ধহ হৃদয়-মাঝে,
কি করিবে সংসার-শমন।
নরোত্তমদাসে কহে,
গোরা-সম কেহ নহে,
না ভজিতে দেয় প্রেমধন।।