আমি তোমার দুঃখের দুঃখী, সুখের সুখী

বাউল-সঙ্গীত 



আমি তোমার দুঃখের দুঃখী, সুখের সুখী, 

তাই তোমারে বলি, ভাই রে। 

নিতাই-এর হাটে গিয়ে (ওরে ও ভাই) 

নাম এনেছি তোমার তরে।। 

গৌরচন্দ্র-মার্কা করা, এ হরিনাম রসে ভরা, 

নামে নামী পড়ছে ধরা, লও যদি বদনভরে।। 

পাপ-তাপ সব দূরে যা'বে, সারময় সংসার হ'বে, 

আর কোন ভয় নাহি র'বে, ডুবে সুখের পাথারে।। 

আমি কাঙ্গাল অর্থহীন, নাম এনেছি করে' ঋণ, 

দেখে' আমায় অতি দীন, শ্রদ্ধামুল্যে দেও ধরে'।। 

মূল্য ল'য়ে তোমার ঠাঁই, মহাজনকে দিব, ভাই, 

যে কিছু তায় লাভ পাই, রাখবো নিজের ভাণ্ডারে।। 

নদীয়া-গোদ্রুমে থাকি', চাঁদ-বাউল বলিছে ডাকি, 

'নাম বিনা আর সকল ফাঁকি, ছায়াবাজী এ সংসারে'।।


Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

জয় রাধামাধব