কলিযুগে শ্রীচৈতন্য অবনী করিলা ধন্য

গৌর-রূপ-গুণ-বর্ণন


কলিযুগে শ্রীচৈতন্য, অবনী করিলা ধন্য,

পতিতপাবন যাঁ'র বাণা।

পূরবে রাধার ভাবে, গৌরাঙ্গ হইলা এবে,

নিজরূপ ধরি' কাঁচা সোনা।।

গৌরাঙ্গ, পতিতপাবন অবতারি!

কলি-ভুজঙ্গম দেখি', হরিনামে জীব রাখি',

আপনি হইলা ধন্বন্তরি।।

গদাধর আদি যত, মহা মহা-ভাগবত,

তাঁ'রা সব গোরাগুণ গায়।

অখিল ভুবনপতি, গোলোকে যাঁহার স্থিতি,

হরি বলি' অবনী লোটায়।।

সোঙরি পূরব গুণ, মুরছয় পুনঃ পুনঃ,

পরশে ধরণী উলসিত।

চরণ-কমল কিবা, নখর উজোর শোভা,

গোবিন্দদাস সে বঞ্চিত।।


Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি