কলিঘোর তিমিরে গরাসল জগজন

 শ্রীগৌরাঙ্গ নিষ্ঠা


কলিঘোর তিমিরে গরাসল জগজন, 

ধরম করম রহু দূর।

অসাধনে চিন্তামণি বিধি মিলাওল আনি, 

গোরা বড় দয়ার ঠাকুর।।

ভাইরে ভাই, গোরা গুণ কহন না যায়। 

কত শত আনন কত চতুরানন, 

বরণিয়া ওর নাহি পায়।।

চারিবেদ ষড়-দরশন করি যদি অধ্যয়ন, 

সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। 

বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন, 

দরপণে অন্ধে কিবা কাজে।। 

বেদ বিদ্যা দুই কিছুই না জানত, 

সে যদি গৌরাঙ্গ জানে সার। 

নয়নানন্দ ভনে সেই ত' সকলি জানে, 

সর্ব্বসিদ্ধি করতলে তার।।


Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি