নিতাই নাম হাটে, ও কে যাবিরে ভাই আয় ছুটে

নামহট্ট গীত 


নিতাই নাম হাটে, ও কে যাবিরে ভাই আয় ছুটে 

এসে পাষণ্ড জগাই মাধাই দুজন সকল হাটের মাল 

নিলে লুটে।। 

হাটের অংশী মহাজন, শ্রীঅদ্বৈত, সনাতন, 

ভান্ডারী শ্রীগদাধর পন্ডিত বিচক্ষণ। 

আছেন চৌকিদার আদি, হলেন শ্রীসঞ্জয়

শ্রীশ্রীধর মুটে ।। 

দালাল কেশব ভারতী, শ্রীবিদ্যাবাচস্পতি, 

পরিচারক আছেন কৃষ্ণদাস প্রভৃতি 

হন কোষাধ্যক্ষ শ্রীবাস পন্ডিত, ঝাড়ুদার কেদার জুটে।। 

হাটের মূল্য নিরূপণ, নয় ভক্তি প্রকরণ, 

প্রেম হেন মুদ্রা সর্ব্বসার সংযমন নাই কমি বেশী সমান। 

ও জন রে, সব এক মনে বোঝায় উঠে ।। 

এই প্রেমের উদ্দেশ, একসাধু উপদেশ, 

সুধাময় হরিনামরূপ সুসন্দেশ, এতে বড় নাই রে দ্বেষাদ্বেষ, 

খায় একপাতে কাণাকুঠে।। 


Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

জয় রাধামাধব