শচীসুত গৌরহরি নবদ্বীপে অবতরি

শ্রীগৌর-গুণ-বর্ণন


শচীসুত গৌরহরি, নবদ্বীপে অবতরি', 

করিলেন বিবিধ বিলাস।

সঙ্গে লৈয়া প্রিয়গণ, প্রকাশিয়া সঙ্কীর্ত্তন,

বাঢ়াইলা সবার উল্লাস।।

কিবা সে সন্ন্যাস-বেশে, ভ্রমি প্রভু দেশে দেশে,

নীলাচলে আসিয়া রহিল।

রাধিকার প্রেমে মাতি', না জানি দিবারাতি,

সে. প্রেমে জগৎ মাতাইল।।

নিত্যানন্দ-বলরাম, অদ্বৈত-গুণের ধাম,

গদাধর শ্রীবাসাদি যত।

দেখি সে অদ্ভুত রীতি, কেহ না ধরয়ে ধৃতি,

প্রেমায় বিহ্বল অবিরত।।

দেবের দুর্লভ রত্ন, মিলাইলা করি' যত্ন,

কৃপার বালাই লইয়া মরি।

কৈলা কলিযুগ ধন্য, প্রভু শ্রীকৃষ্ণচৈতন্য,

যশ গায় দাস নরহরি।।


Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি