যদি গৌর না হইত তবে কি হইত

শ্রীগৌর-গুণ-বর্ণন


(যদি) গৌর না হইত, তবে কি হইত,

কেমনে ধরিতাম দে'।

রাধার মহিমা, প্রেম-রসসীমা,

জগতে জানাত কে?

মধুর বৃন্দা- বিপিন-মাধুরী,

প্রবেশ চাতুরী সার।

বরজ-যুবতী- ভাবের ভকতি,

শকতি হইত কা'র?

গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ,

সরল করিয়া মন।

এ ভব-সাগরে, এমন দয়াল,

না দেখিয়ে একজন।।

(আমি) গৌরাঙ্গ বলিয়া, না গেনু গলিয়া,

কেমনে ধরিনু দে'।

বাসুর হিয়া, পাষাণ দিয়া,

(বিধি) কেমনে গড়িয়াছে।।

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি