কে যাবে কে যাবে ভাই ভবসিন্ধুপার
শ্রীগৌর মহিমা
কে যাবে কে যাবে ভাই ভবসিন্ধুপার।
ধন্য কলিযুগের চৈতন্য অবতার ।।
আমার গৌরাঙ্গের ঘাটে অদান খেয়া বয়।
জড় অন্ধ আতুর অবধি পার হয় ।।
হরিনামের নৌকাখানি শ্রীগুরু কান্ডারী।
সংকীর্তন কোরোয়াল দুই বাহু পসারি ।।
সব জীব হৈল পার প্রেমের বাতাসে।
পড়িয়া রহিল লোচন আপনার দোষে ।।