গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর
গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর
গৌরাঙ্গ সুন্দর প্রেম জলধর
তপত কাঞ্চন কায়।
নদীয়া নগরে হরি প্রেম ভরে
নাচিয়া নাচিয়া যায় ।।
রক্ত কমল করপদতল
শতদল মুখশশী।
নখরে নখরে সতত বিহরে
শশধর রাশি রাশি ।।
বেণু-বীণা রব মানে পরাভব
কণ্ঠে মধুর ভাষা।
তাহে অবিরাম গায় হরিনাম
জাগায়ে প্রেম-পিপাসা ।
শ্রীবাস অঙ্গনে নিতায়ের সনে
নাম সংকীর্তনে নাচে।
ঘরে ঘরে গিয়া, জীব উদ্ধারিয়া
যারে তারে প্রেম যাচে।।
ভারত ভ্রমিয়া পদ পরশিয়া
পূত করিল ধূলি।
সে চরণ রজ হর-কমলজ
সদা শিরে লয় তুলি ।।
লীলার তুলনা মেলেনা মেলেনা
তুমি লীলাময় হরি।
হরি নাম দিলে জীব উদ্ধারিলে
নদীয়াতে অবতরি ।।