উচ্ছ্বাস

 উচ্ছ্বাস



কবে শ্রীচৈতন্য মোরে-করিবেন দয়া।

কবে আমি পাইব বৈষ্ণবপদ-ছায়া ।। ১

কবে আমি ছাড়িব এ বিষয়াভিমান। 

কবে বিষ্ণুজনে আমি করিব সম্মান ।।২ 

গলবস্ত্র কৃতাঞ্জলী বৈষ্ণব-নিকটে। 

দন্তে তৃণ করি' দাঁড়াইব নিষ্কপটে ।। ৩ 

কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখগ্রাম। 

সংসার-অনল হৈতে মাগিব বিশ্রাম 11৪ 

শুনিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর। 

আমা-লাগি' কৃষ্ণে আবেদিবেন প্রচুর ।।৫ 

বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। 

এ হেন পামর প্রতি হ'বেন সদয় ।।৬ 

বিনোদের নিবেদন বৈষ্ণব-চরণে। 

কৃপা করি' সঙ্গে লহ এই অকিঞ্চনে ।।৭

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি