শ্রী গৌরাঙ্গের বাল্য লীলা

শ্রী গৌরাঙ্গের বাল্য লীলা


শচীর আঙ্গিনায় নাচে বিশ্বম্ভর রায়। 

হাসি হাসি ফিরি ফিরি মায়েরে লুকায় ।। 

বয়নে বসন দিয়া বলে লুকাইনু। 

শচী বলে বিশ্বম্ভর আমি না দেখিনু ।। 

মায়ের অঞ্চল ধরি চঞ্চল চরণে। 

নাচিয়া নাচিয়া যায় 'খঞ্জন গমনে ।। 

বাসুদেব ঘোষ কয় অপরূপ শোভা। 

শিশুরূপ দেখি হয় জগমন লোভা ।।

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি