মনরে! কহনা গৌর কথা

মনরে! কহনা গৌর কথা



মনরে! কহনা গৌর কথা।

গৌরের নাম অমিয়ার ধাম

পীরিতি মূরতি দাতা ।।

শয়নে গৌর স্বপনে গৌর

গৌর নয়নের তারা।

জীবনে গৌর মরণে গৌর

গৌর গলার হার ।।

হিয়ার মাঝারে গৌরাঙ্গে রাখিয়ে

বিরলে বসিয়া র'ব।

মনের সাধেতে সে রূপ-চাঁদেরে

নয়নে নয়নে থোব ।।

গৌর বিহনে না বাঁচি পরাণে

গৌর ক'রেছি সার।

গৌর বলিয়া যাউক জীবন

কিছু না চাহিব আর ।।

গৌর গমন গৌর গঠন

গৌর মুখের হাসি।

গৌর পীরিতি গৌর মূরতি

হিয়ায় রহিল পশি ।।

গৌর ধরম গৌর করম

গৌর বেদের সার।

গৌর চরণে পরাণ সঁপিনু

গৌর করিবেন পার ।।

গৌর শব্দ গৌর সম্পদ

যাহার হিয়ায় জাগে।

নরহরি দাস তার দাসের দাস

চরণে শরণ মাগে ।।


Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি