গৌরাঙ্গের দু'টি পদ, যাঁর ধন সম্পদ
সাধারণ-গৌরমহিমা
গৌরাঙ্গের দু'টি পদ, যাঁর ধন সম্পদ
সে জানে ভকতিরস-সার।
গৌবাঙ্গের মধুর লীলা যাঁ'র কর্ণে প্রবেশিলা,
হৃদয় নির্মল ভেল তা'র ।।
যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেমোদয়,
তারে মুঞি যাই বলিহারি।
গৌরাঙ্গ-গুণেতে ঝুরে, নিত্যলীলা তা'রে স্ফুরে,
সে-জন ভকতি অধিকারী ।।
গৌরাঙ্গের সঙ্গিগণে, নিত্যসিদ্ধ করি' মানে,
সে যায় ব্রজেন্দ্রসুত পাশ।
শ্রীগৌড়মণ্ডল-ভূমি, যেবা জানে চিন্তামণি,
তা'র হয় ব্রজভূমে বাস।
গৌরপ্রেম রসার্ণবে, সে তরঙ্গে যেবা ডুবে,
সে রাধামাধব-অন্তরঙ্গ।
গৃহে বা বনেতে থাকে, 'হা গৌরাঙ্গ!' ব'লে ডাকে,
নরোত্তম মাগে তা'র সঙ্গ ।।