নিতাই-গৌর নাম আনন্দের ধাম

নিতাই-গৌর নাম আনন্দের ধাম 



নিতাই-গৌর নাম, আনন্দের ধাম,

যেই জন নাহি লয়।

তারে যমরায় ধরে লয়ে যায়

নরকে ডুবায় তায় ।।

তুলসীর হার, না পরে যে ছার,

যমালয়ে বাস তাঁর।

তিলক ধারণ, না করে যে জন,

বৃথায় জনম তার ।।

না লয় হরিনাম, বিধি তারে বাম,

পামর পাষণ্ড মতি।

বৈষ্ণব সেবন, না করে যে জন,

কি হবে তাহার গতি।

গুরুমন্ত্র সার, কর এইবার,

ব্রজেতে হইবে বাস ।।

তমোগুণ যাবে, সত্ত্বগুণ পাবে,

হইবে কৃষ্ণের দাস।

এ দাস লোচন, বলে অনুক্ষণ,

(নিতাই)-গৌর গুণ গাও সুখে ।।

এই রসে যার, রতি না হইল,

চুন কালি তার মুখে ।।

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি