গৌর নিত্যানন্দ বিজ্ঞপ্তি
গৌর নিত্যানন্দ বিজ্ঞপ্তি
দয়াল নিতাই চৈতন্য ব'লে নাচরে আমার মন।
নাচরে আমার মনু নাচরে আমার মন ।।
(এমন দয়াল তো নাই হে,
মার খেয়ে প্রেম দেয়)
(ওরে) অপরাধ দূরে যাবে পাবে প্রেমধন।
(ও নামে অপরাধ বিচার তো নাই হে)
(তখন) কৃষ্ণনামে রুচি হ'বে ঘুচিবে বন্ধন ।।
(কৃষ্ণনামে অনুরাগ তো হ'বে হে)
(তখন) অনায়াসে সফল হবে জীবের জীবন।
(কৃষ্ণে রতিবিনা জীবন তো মিছে হে)
(শেষে) বৃন্দাবনে রাধাশ্যামে পাবে দরশন।
(গৌর-কৃপা হ'লে হে)