গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও
গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও
গৌরাঙ্গ তুমি মোরে দয়া না ছাড়িও।
আপন করিয়া রাঙ্গা চরণে রাখিহ ।।
তোমার চরণ লাগি সব তেয়াগিলু।
শীতল চরণ পাঞা-শরণ লইলু ।।
এ কুলে ও কুলে মুঞি দিলু তিলাঞ্জলি।
রাখিহ চরণে মোরে আপনার বলি ।।
বাসুদেব ঘোষ বলে চরণে ধরিয়া।
কৃপা করি রাখ মোরে পদছায়া দিয়া ।।