গোরা পহুঁ না ভজিয়া মৈনু

গোরা পহুঁ না ভজিয়া মৈনু



গোরা পহুঁ না ভজিয়া মৈনু। 

প্রেম-রতন-ধন হেলায় হারাইনু ।। 

অধনে যতন করি' ধন তেয়াগিনু। 

আপন করম-দোযে আপনি ডুবিনু ।। 

সৎসঙ্গ ছাড়ি' কৈনু অসতে বিলাস। 

তে-কারণে লাগিল যে কৰ্ম্মবন্ধ-ফাঁস ।।। 

বিষয় বিষম বিষ সতত খাইনু। 

গৌর-কীর্তন-রসে মগন না হৈনু ।। 

কেন বা আছয়ে প্রাণ কি সুখ লাগিয়া। 

নরোত্তমদাস কেন না গেল মরিয়া ।।

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি