গৌরাঙ্গ বলিতে হ'বে পুলক শরীর

 প্রার্থনা (লালসাময়ী)



'গৌরাঙ্গ' বলিতে হ'বে পুলক শরীর। 

'হরি-হরি' বলিতে নয়নে ব'বে নীর ।। 

আর ক'বে নিতাইচাঁদের করুণা হইবে। 

সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে ।। 

বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। 

কবে হাম হেরব শ্রীবৃন্দাবন ।।

রূপ-রঘুনাথ-পদে হইবে আকুতি। 

কবে হাম বুঝব সে যুগলপীরিতি।। 

রূপ-রঘুনাথ-পদে রহু মোর আশ। 

প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস ।।

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি