এ মন! গৌরাঙ্গ বিনে নাই আর
এ মন! গৌরাঙ্গ বিনে নাই আর
এ মন! গৌরাঙ্গ বিনে নাই আর।
হেন অবতার, হবে কি হয়েছে
হেন প্রেম পরচার ।।
দুরমতি অতি, পতিত পাষণ্ডী
প্রাণে না মারিল কারে।
হরিনাম দিয়ে, হৃদয় শোধিল,
যাচি গিয়া ঘরে ঘরে ।।
ভব-বিরিঞ্চির, বাঞ্ছিত প্রেম
জগতে ফেলিল ঢালি।
কাঙালে পাইয়ে, খাইল নাচিয়ে,
বাজাইয়ে করতালি ।।
হাসিয়ে কাঁদিয়ে, প্রেমে গড়াগড়ি
পুলকে ব্যাপিল অঙ্গ।
চণ্ডালে ব্রাহ্মণে, করে কোলাকুলি
কবে বা ছিল এ রঙ্গ ।।
ডাকিয়ে হাঁকিয়ে, খোল-করতালে,
গাইয়ে ধাইয়ে ফিরে।
দেখিয়া শমন, তরাস পাইয়ে,
কপাট হানিল দ্বারে ।।
এ তিন ভূবন, আনন্দে ভরিল,
উঠিল মঙ্গল-সোর।
কহে প্রেমানন্দ, এমন গৌরাঙ্গে,
রতি না জন্মিল মোর ।।