ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র

ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র


ধন মোর নিত্যানন্দ, পতি মোর গৌরচন্দ্র

প্রাণ মোর যুগলকিশোর।

অদ্বৈত-আচার্য বল, গদাধর মোর কুল,

নরহরি বিলসই মোর ।।

বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নানকেলি,

তর্পন মোর বৈষ্ণবের নাম।

বিচার করিয়া মনে,

ভক্তিরস আস্বাদনে, 

মধ্যস্থ শ্রীভাগবত-পুরাণ ।।

বৈষ্ণবের উচ্ছিষ্ট, তাহে মোর মনোনিষ্ঠ,

বৈষ্ণবের নামেতে উল্লাস।

বৃন্দাবনে চবুতারা, তাহে মোর মন ঘেরা,

কহে দীন নরোত্তম দাস ।।



Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি