বৃন্দাবন বাসী যত বৈষ্ণবের গণ

বৃন্দাবন বাসী যত বৈষ্ণবের গণ



বৃন্দাবন বাসী যত বৈষ্ণবের গণ। 

প্রথমে বন্দনা করি সবার চরণ।। 

নীলাচলবাসী যত মহাপ্রভুর গণ। 

ভূমিতে পড়িয়া বন্দোঁ সবার চরণ ।। 

নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত। 

সবার চরণ বন্দোঁ হঞা অনুরক্ত ।। 

মহাপ্রভুর ভক্ত যত গৌড়দেশে স্থিতি। 

সবার চরণ বন্দোঁ করিয়া প্রণতি ।। 

যে-দেশে যে-দেশে বৈসে গৌরাঙ্গের গণ। 

ঊর্ধ্ববাহু করি' বন্দোঁ সবার চরণ।। 

হঞাছেন হইবেন প্রভুর যত দাস।

সবার চরণ বন্দোঁ দন্তে করি' ঘাস ।। 

ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে।

এ বেদ-পুরাণে গুণ গায় যেবা শুনে ।। 

মহাপ্রভুর গণ-সব পতিত-পাবন। 

তাই লোভে মুঞি পাপী লইনু শরণ।। 

বন্দনা করিতে মুঞি কত শক্তি ধরি। 

তমো-বুদ্ধি-দোষে মুঞি দম্ভ মাত্র করি ।। 

তথাপি মূকের ভাগ্য মনের উল্লাস। 

দোষ ক্ষমি' মো-অধমে কর নিজ দার্স ।।

সর্ব বাঞ্ছা সিদ্ধি হয়, যম-বন্ধ ছুটে। 

জগতে দুর্লভ হঞা প্রেমধন লুটে ।। 

মনের বাসনা পূর্ণ অচিরাতে হয়। 

দেবকীনন্দন দাস এই লোভে কয় ।।

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি