নিত্যানন্দ-নিষ্ঠা

নিত্যানন্দ-নিষ্ঠা



নিতাই-পদকমল, কোটিচন্দ্র-সুশীতল,

যে ছায়ায় জগৎ জুড়ায়।

হেন নিতাই বিনে ভাই, রাধাকৃষ্ণ পাইতে নাই, 

দৃঢ় করি' ধর নিতাইর পায় ।।

সে সম্বন্ধ নাহি যা'র বৃথা জন্ম গেল তা'র,

সেই পশু বড় দুরাচার।

নিতাই না বলিল মুখে, মজিল সংসার সুখে,

বিদ্যা-কুলে কি করিবে তার ।। 

অহঙ্কারে মত্ত হৈঞা, নিতাই-পদপাসরিয়া,

অসত্যেরে সত্য করি' মানি।

নিতাইয়ের করুণা হ'বে, ব্রজে রাধাকৃষ্ণ পাবে,

ধর নিতাইয়ের চরণ দু'খানি ।।

নিতাইয়ের চরণ সত্য, তাঁহার সেবক নিত্য,

নিতাই-পদ সদা কর আশ।

নরোত্তম বড় দুঃখী, নিতাই মোরে কর সুখী,

রাখ রাঙ্গা-চরণের পাশ।।

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি