নিতাই মোর জীবন ধন
নিতাই মোর জীবন ধন
নিতাই মোর জীবন ধন নিতাই মোর জাতি ৷৷
নিতাই বিহনে মোর আর নাহি গতি ।।
সংসার-সুখের মুখে তুলে দিয়ে ছাই।
নগরে মাগিয়া খাব গাহিয়া নিতাই ।।
যে দেশে নিতাই নাই, সে দেশে না যাব।
নিতাই-বিমুখ জনার মুখ না হেরিব।।
গঙ্গা যাঁর পদজল, হর শিরে ধরে।
হেন নিতাই না ভজিয়া দুঃখ পেয়ে মরে ।।
লোচন বলে মোর নিতাই যেবা নাহি মানে।
অনল ভেজাই তার মাঝ মুখখানে।।
