দয়া কর মোরে নিতাই

দয়া কর মোরে নিতাই 



দয়া কর মোরে নিতাই দয়া কর মোরে ।।

অগতির গতি নিতাই সাধু লোকে বলে।। 

জয় প্রেমভক্তিদাতা পতাকা তোমার। 

অধম উত্তম কিছু না কৈলে বিচার।।

প্রেমদানে জগজনে মন কৈলা সুখী। 

তুমি হেন দয়াল ঠাকুর, আমি কেনে দুঃখী ।। 

কানুরাম দাস বলে কি বলিব আমি। 

এ বড় ভরসা মোর কুলের ঠাকুর তুমি ।।

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি