নিত্যানন্দ মহিমা

নিত্যানন্দ মহিমা



অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। 

অভিমান-শূণ্য নিতাই নগরে বেড়ায় ।। 

অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া। 

হরিনাম মহামন্ত্র দেন বিলাইয়া ।। 

যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি'। 

আমারে কিনিয়া লহ ভজ গৌরহরি ।। 

এত বলি' নিত্যানন্দ ভূমে গড়ি যায়। 

সোনার পর্বত যেন ধূলাতে লোটায় ।। 

হেন অবতারে যার রতি না জন্মিল। 

লোচন বলে সেই পাপী এল আর গেল ।।

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি