এইবার করুণা কর বৈষ্ণব-গোসাঞি
এইবার করুণা কর বৈষ্ণব-গোসাঞি
এইবার করুণা কর বৈষ্ণব-গোসাঞি ।।
পতিতপাবন তোমা বিনে কেহ নাই।
যাঁহার নিকটে গেলে পাপ দুরে যায়।।
এমন দয়াল প্রভু কেবা কোথা পায়?
গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন।
দর্শনে পবিত্র কর-এই তোমার গুণ ।।
হরিস্থানে অপরাধে তারে হরিনাম।
তোমা-স্থানে অপরাধে নাহিক এড়ান ।।
তোমার হৃদয়ে সদা গোবিন্দ-বিশ্রাম।
গোবিন্দ কহেন-মম বৈষ্ণব-পরাণ ।।
প্রতি জন্মে করি আশা চরণের ধূলি।।
নরোত্তমে কর দয়া আপনার বলি।।