জয় জয় নিত্যানন্দ রোহিণী কুমার

জয় জয় নিত্যানন্দ রোহিণী কুমার



জয় জয় নিত্যানন্দ রোহিণী কুমার। 

পতিত উদ্ধার লাগি দু'বাহু পসার।। 

গদ গদ মধুর মধুর আধো বোল। 

যা'রে দেখে তা'রে প্রেমে ধরি' দেয় কোল।। 

ডগমগ লোচন ঘুরয়ে নিরন্তর। 

সোনার কমলে যেন ফিরয়ে ভ্রমর।। 

দয়ার ঠাকুর নিতাই পর-দুঃখ জানে। 

হরিনামের মালা গাঁথি' দিল জগজনে।।

পাপী-পাষণ্ডী যত করিল দলন। 

দীন-হীন-জনে কৈলা প্রেম বিতরণ।। 

'আহা রে গৌরাঙ্গ'-বলি' পড়ে ভূমিতলে।

শরীর ভিজিল নিতাইর নয়নের জলে।। 

বৃন্দাবনদাস মনে এই বিচারিল। 

ধরণী-উপরে কিবা সুমেরু পড়িল।।

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি