শ্রীবৈষ্ণবে বিজ্ঞপ্তি

শ্রীবৈষ্ণবে বিজ্ঞপ্তি


 ঠাকুর বৈষ্ণবগণ! করি এই নিবেদন,

মো বড় অধম দুরাচার।

দারুণ-সংসার-নিধি, তাহে ডুবাইল বিধি,

কেশে ধরি' মোরে কর পার ।।

বিধি বড় বলবান, না শুনে ধরম-জ্ঞান, 

সদাই করমপাশে বান্ধে।

না দেখি তারণ লেশ, যত দেখি সব ক্লেশ,

অনাথ, কাতরে তেঁই কান্দে ।।

কাম, ক্রোধ, লোভ, মোহ মদ, অভিমান সহ,

আপন আপন স্থানে টানে।

ঐছন আমার মন, ফিরে যেন অন্ধজন, 

সুপথ বিপথ নাহি জানে ।।

না লইনু সৎ মত, অসতে মজিল চিত্ত,

তুয়া পায়ে না করিনু আশ।

নরোত্তম দাসে কয়, দেখি শুনি লাগে ভয়

তরাইয়া লহ নিজ পাশ।।

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি