নিতাই আমার পরম দয়াল
নিতাই আমার পরম দয়াল
নিতাই আমার পরম দয়াল।
আনিয়া প্রেমের বন্যা, জগত করিল ধন্যা,
ভরিল প্রেমেতে নদী খাল। । ধ্রু।।
লাগিয়া প্রেমের ঢেউ, বাকি না রহিল কেউ,
পাপী-তাপী চলিল ভাসিয়া।
সকল ভকত মেলি, সে প্রেমেতে করে কেলি,
কেহ কেহ যায় সাঁতারিয়া।।
ডুবিল নদীয়াপুর, ডুবে প্রেমে শান্তিপুর,
দোহে মিলি বাইছ খেলায়।
তা দেখি নিতাই হাসে, সকলেই প্রেমে ভাসে,
বাসু ঘোষ হাবুডুবু খায়।।