গুরুদেব! দয়াময়!

গুরুদেব! দয়াময়!


গুরুদেব! দয়াময়!

প্রাণের যাতনা জানাব কি তোমা

    হয়েছে জীবন যন্ত্রণাময় ।।

শ্রীকৃষ্ণ ভজিতে নাহি চাহে মতি, 

বিষয় ভোগেতে প্রবলা আসক্তি, 

বিষয়ের আশা নাহি ছাড়ে মন, 

    বিষয়েতে সদা ধায় ।।

কৃষ্ণ দাস্য ভুলি মায়ারে ভজিনু, 

আপন স্বরূপ কভু না চিন্তিনু, 

বিরূপে স্বরূপ ভাবি মূঢ় মন

    মায়াতে আকৃষ্ট হয়।। 

দুষ্ট সঙ্গ ফল না বুঝিনু হায়

সাধু কাছে যেতে চিত্ত নাহি চায়,

অসতের সঙ্গে থাকিয়া সতত, 

    চিত্ত হল বজ্র প্রায় ।।

কনক-কামিনী-লাভ-পূজা-আশা,

চাহে মোর চিত্ত আর প্রতিষ্ঠাশা

কিরূপে শোধিত হবে মোর চিত্ত 

    এই চিন্তা সদা হয়।।

তব কৃপা কণা আমার সম্বল 

তব কৃপা বিনা নাহি অন্য বল, 

কৃপা কর প্রভু দিয়া চিদবল, 

    দাস তোমা প্রণময়।।

সাধু সঙ্গে থাকি, ছয় বেগ দমি' 

শ্রীকৃষ্ণ চরণ সেবি যেন আমি, 

হেন মতি যাচে তব দাসাধম, 

    বন্দিতব রাঙ্গা পায়।।

ওহে গুরুদেব! তব শ্রীচরণ, 

    সেবি যেন আমি জনম জনম, 

এই আশীর্বাদ যাচি' অভাজন 

    তব পদে স্থান চায়।।

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি