কিরূপে পাইব সেবা মুই দুরাচার
কিরূপে পাইব সেবা মুই দুরাচার
কিরূপে পাইব সেবা মুই দুরাচার।
শ্রীগুরু-বৈষ্ণবে রতি না হৈল আমার ।।
অশেষ মায়াতে মন মগন হইল।
বৈষ্ণবেতে লেশমাত্র রতি না জন্মিল ।।
বিষয়ে ভুলিয়া অন্ধ হৈনু দিবানিশি।
গলে ফাঁস দিতে ফিরে মায়া সে পিশাচী ।।
ইহারে করিয়া জয় ছাড়ান না যায়।
সাধুকৃপা বিনা আর নাহিক উপায় ।।
অদোষ-দরশি প্রভু, পতিত উদ্ধার।
এইবার নরোত্তমে করহ নিস্তার ।।