নাচেরে নাচেরে নিতাই-গৌর দ্বিজমনিয়া

নাচেরে নাচেরে নিতাই-গৌর দ্বিজমনিয়া



নাচেরে নাচেরে নিতাই-গৌর দ্বিজমনিয়া।.

বামে প্রিয় গদাধর, শ্রীবাস অদ্বৈত বর,

পারিষদ তারাগণ জিনিয়া ।।

বাজে খোল-করতাল, মধুর সংগীত ভাল, 

গগন ভরিল হরি ধনিয়া।

চন্দন-চর্চিত কায়, ফাণ্ড বিন্দু বিন্দু তায়,

বনমালা দোলে ভালে বনিয়া ।।

গলে শুভ্র উপবীত, রূপে কোটি কামজিত,

চরণে নূপুর রণ রণিয়া।

দুই ভাই নাচি যায়, সহচরগণ গায়,

গদাধর অঙ্গে পড়ে ঢুলিয়া ।।

পুরব রহস্য লীলা এবে পঁহু প্রকাশিলা,

সেই বৃন্দাবন এই নদীয়া।

বিহরে গঙ্গার তীরে সেই ধীর সমীরে,

বৃন্দাবন দাস কহে জানিয়া।।

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি