গুরুদেব! কবে তব করুণা প্রকাশে।
গুরুদেব! কবে তব করুণা প্রকাশে
গুরুদেব!
কবে তব করুণা প্রকাশে।
শ্রীগৌরাঙ্গ-লীলা,
হয় নিত্যতত্ত্ব,
এই দৃঢ় বিশ্বাসে।
'হরি হরি' বলি',
গোদ্রুম-কাননে,
ভ্রমিব দর্শন আশে।।১।।
নিতাই, গৌরাঙ্গ,
অদ্বৈত, শ্রীবাস,
গদাধর,-পঞ্চজন।
কৃষ্ণনাম-রসে,
ভাসা' বে জগৎ,
করি' মহাসংকীর্তন।।২।।
নর্তন-বিলাস,
মৃদঙ্গ-বাদন,
শুনিব আপন-কানে।
দেখিয়া দেখিয়া,
সে লীলা-মাধুরী,
ভাসিব প্রেমের বানে।। ৩।।
না দেখি' আবার,
সে লীলা-রতন,
কাঁদি 'হা গৌরাঙ্গ!' বলি'।
আমারে বিষয়ী,
পাগল বলিয়া,
অঙ্গেতে দিবেক ধূলি।।৪।।