গুরুদেব! বড় কৃপা করি
গুরুদেব! বড় কৃপা করি
গুরুদেব!
বড় কৃপা করি',
গৌড়বন মাঝে,
গোদ্রুমে দিয়াছ স্থান।
আজ্ঞা দিলা মোরে,
এই ব্রজে বসি,'
হরিনাম কর গান ।॥১ ৷৷
কিন্তু কবে প্রভো,
যোগ্যতা অর্পিবে,
এদাসেরে দয়া করি'।
চিত্ত স্থির হবে,
সকল সহিব,
একান্তে ভজিব হরি ।।২ ।।
শৈশব-যৌবনে,
জড়সুখ-সঙ্গে,
অভ্যাস হইল মন্দ ।
নিজকর্ম-দোষে,
এ দেহ হইল
ভজনের প্রতিবন্ধ ।।৩ ।।
বার্ধক্যে এখন,
পঞ্চরোগে হত,
কেমনে ভজিব বল'।
কাঁদিয়া কাঁদিয়া,
তোমার চরণে,
পড়িয়াছি সুবিহ্বল ।। ৪ ।।