ওহে! বৈষ্ণব ঠাকুর

 শ্রীবৈষ্ণবকৃপা-প্রার্থনা


ওহে!

বৈষ্ণব ঠাকুর,

দয়ার সাগর,

এ দাসে করুণা করি'।

দিয়া পদছায়া,

শোধ হে আমারে,

তোমার চরণ ধরি ।।

ছয় বেগ দমি,

ছয় দোষ শোধি',

ছয় গুণ দেহ' দাসে।

হয় সৎসঙ্গ,

দেহ'হে আমারে

বসেছি সঙ্গের আশে ।।

একাকী আমার,

নাহি পায় বল,

হরিনাম সংকীর্তনে।

তুমি কৃপা করি',

শ্রদ্ধাবিন্দু দিয়া,

দেহ' কৃষ্ণ-নাম ধনে ।।

কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পার,

তোমার শকতি আছে।

আমি ত' কাঙ্গাল, 'কৃষ্ণ' 'কৃষ্ণ' বলি',

ধাই তব পাছে পাছে ।।

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি