উচ্ছ্বাস কীর্তন
উচ্ছ্বাস কীর্তন
(নাম কীর্তন)
বিভাবরী শেষ, আলোক-প্রবেশ,
নিদ্রা ছাড়ি' উঠ জীব।
বল' হরি হরি, মুকুন্দ মুরারী,
রাম কৃষ্ণ হয়গ্রীব ১।
নৃসিংহ বামন, শ্রীমধুসূদন,
ব্রজেন্দ্রনন্দন শ্যাম।
কৈটভ-শাতন, পূতনা-ঘাতন,
জয় দাশরথি-রাম।২।
যশোদা দুলাল, গোবিন্দ-গোপাল,
বৃন্দাবন পুরন্দর।
গোপীপ্রিয়-জন, রাধিকা-রমণ,
ভুবন-সুন্দরবর।৩।
রাবণান্তকর, মাখন তস্কর,
গোপীজন-বস্ত্রহারী।
ব্রজের রাখাল, গোপবৃন্দপাল,
চিত্তহারী বংশীধারী 8|
যোগীন্দ্র-বন্দন, শ্রীনন্দ-নন্দন,
ব্রজজন-ভয়হারী।
নবীন নীরদ, রূপ মনোহর,
মোহনবংশীবিহারী ।৫।
যশোদা-নন্দন কংস-নিসূদন,
নিকুঞ্জরাস-বিলাসী।
কদম্ব-কানন রাসপরায়ণ,
বৃন্দাবিপিন-নিবাসী ।৬৷
আনন্দ-বর্ধন, প্রেম-নিকেতন,
ফুলশরযোজক কাম।
গোপাঙ্গনাগণ, চিত্ত-বিনোদন,
সমস্ত-গুণগণ-ধাম ।৭।
যামুন-জীবন কেলিপরায়ণ,
মানসচন্দ্র-চকোর।
নাম-সুধারস, গাও কৃষ্ণ-যশ,
রাখ বচন মন মোর ।৮।