জীব জাগ, জীব জাগ

জীব জাগ, জীব জাগ


জীব জাগ, জীব জাগ, গোরাচাঁদ বলে। 

কত নিদ্রা যাও মায়া-পিশাচীর কোলে ।। ১ ।। 

ভজিব বলিয়া এসে সংসার-ভিতরে। 

ভুলিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে ।। ২ ।। 

তোমারে লইতে আমি হৈনু অবতার। 

আমি বিনা বন্ধু আর কে আছে তোমার ।। ৩ ।। 

এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি'। 

হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি' ।। ৪ ।। 

ভকতিবিনোদ প্রভু-চরণে পড়িয়া। 

সেই হরিনাম-মন্ত্র লইল মাগিয়া ।।৫ ।।

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি