কর্মী, জ্ঞানী, যোগী ও ভক্তের মধ্যে পার্থক্য কি ?

 কর্মী, জ্ঞানী, যোগী ও ভক্তের মধ্যে পার্থক্য কি ?

কর্মীরা সাধারণতঃ দেবদেবীদের কৃপা অন্বেষণ করে। আপন ইন্দ্রিয় সুখভোগই তাদের একমাত্র চেষ্টা।

জ্ঞানীরা ভগবানের ব্রম্ভজ্যোতির সঙ্গে এক হয়ে যেতে চায়। তাঁরা জড় জগতে সব কিছু অনিত্য জেনে মুক্তির জন্য পরমতত্ত্বের সাথে মিশে যাওয়ার চিন্তা করে।

যোগীরা কেবল পরমাত্মারূপে পরমেশ্বর ভগবানের আংশিক দর্শন করেই সন্তুষ্ট হন, এবং চরমে তাঁরা তাঁর সঙ্গে এক হয়ে যেতে চান।

কিন্তু ভক্তেরা কেবল ভগবানের সঙ্গে নিত্য সম্পর্কযুক্ত তাঁর সেবা করতে চান।

( ভাঃ ৩/১৬/১৯ প্রভুপাদ তাৎপর্য )


🌷🌿হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে🌿🌷


Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি