ভজ রে ভজ রে আমার মন

ভজ রে ভজ রে আমার মন 


ভজ রে ভজ রে আমার মন অতি মন্দ। 

(ভজন বিনা গতি নাই রে)

(ভজ) ব্রজবনে রাধাকৃষ্ণ চরণারবিন্দ ।১। 

(জ্ঞান-কর্ম পরিহরি রে)

(ভজ) গৌর-গদাধরাদ্বৈত গুরু-নিত্যানন্দ। 

(গৌর-কৃষ্ণে অভেদ জেনে রে) 

(গুরু কৃষ্ণপ্রেষ্ঠ জেনে রে)

(স্মর) শ্রীনিবাস হরিদাস মুরারি-মুকুন্দ । ২। 

(গৌর-প্রেমে স্মর-স্মর রে)

(স্মর) রূপ-সনাতন জীব-রঘুনাথ দ্বন্দ্ব।

(যদি ভজন করবে রে)

(স্মর) রাঘব-গোপালভট্ট-স্বরূপ-রামানন্দ।৩। 

(কৃষ্ণপ্রেম যদি চাও রে)

(স্মর) গোষ্ঠী সহ কর্ণপূর, সেন শিবানন্দ। 

(অজস্র স্মর, স্মর রে)

(স্মর) রূপানুগ সাধুজন ভজন-আনন্দ ।8। 

(ব্রজে বাস যদি চাও রে)

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি