শ্রীগুরু কৃপা প্রার্থনা

 শ্রীগুরু কৃপা প্রার্থনা


গুরুদেব!

কৃপাবিন্দু দিয়া,

কর' এই দাসে,

তৃণাপেক্ষা অতি হীন।

সকল সহনে,

বল দিয়া কর',

নিজ মানে স্পৃহা হীন ।।১ ৷৷

সকলে সম্মান,

করিতে শকতি,

দেহ' নাথ! যথাযথ।

তবে ত' গাইব,

হরিনাম-সুখে

অপরাধ হ'বে হত৷৷২ ৷৷

কবে হেন কৃপা,

লভিয়া এ জন,

কৃতার্থ হইবে, নাথ!

শক্তিবুদ্ধিহীন,

আমি অতি দীন,

কর' মোরে আত্মসাথ ।। ৩ ।।

যোগ্যতা-বিচারে

কিছু নাহি পাই,

তোমার করুণা সার।

করুণা না হৈলে,

কাঁদিয়া কাঁদিয়া

প্রাণ না রাখিব আর ।। ৪ ।।



Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি