শ্রীশ্রীযুগল-আরতি

শ্রীশ্রীযুগল-আরতি


জয় জয় রাধাকৃষ্ণ যুগল-মিলন।

আরতি করয়ে ললিতাদি সখীগণ ।। ১ ।।

মদনমোহন রূপ ত্রিভঙ্গসুন্দর।

পিতাম্বর শিখিপুচ্ছ চূড়া-মনোহর ।। ২ ।।

ললিতমাধব-বামে বৃষভানু-কন্যা।

সুনীলবসনা গৌরী রূপে গুণে ধন্যা ।।৩ ।।

নানাবিধ অলঙ্কার করে ঝলমল। 

হরিমনোবিমোহন বদন উজ্জ্বল ।।৪।।

বিশাখাদি সখীগণ নানা রাগে গায়। 

প্রিয়নর্মসখী যত চামর চুলায় ।।৫ ।।

শ্রীরাধামাধব-পদ-সরসিজ-আশে।

ভকতিবিনোদ সখীপদে সুখে ভাসে ।। ৬ ।।

Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি