বৈষ্ণবের ২৬টি গুণ

 বৈষ্ণবের ২৬টি গুণ

বৈষ্ণবের ২৬টি গুণ

বৈষ্ণবের ২৬টি গুণ সমূহঃ👇👇

শ্রীচৈতান্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলায় (২২/৭৮-৮০) শ্রীচৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বৈষ্ণবের ২৬ টি গুণ বর্ণনা করেছিলেন, তা হলোঃ

✍১। কৃপালু

✍২। বিনীত

✍৩। সত্যবাদী

✍৪। সমদর্শী

✍৫। নির্দোষ

✍৬। বদান্য 

✍৭। নম্র 

✍৮। শুচি 

✍৯। অকিঞ্চন

✍১০। সর্বোপকারক

✍১১। শান্ত

✍১২। সর্বদা কৃষ্ণের প্রতি শরণাগত

✍১৩। জড় বাসনা থেকে মুক্ত

✍১৪। জাগতিক বিষয়ে অনীহ

✍১৫। স্থির প্রজ্ঞাযুক্ত

✍১৬। ষড়রিপু-জয়ী

✍১৭। মিত আহারী

✍১৮। অপ্রমত্ত

✍১৯। সবাইকে সম্মান দেয়

✍২০। নিজে সম্মান চায় না

 ✍২১। গম্ভীর

 ✍২২। করুণাপরায়ণ

✍২৩। বন্ধুত্বপূর্ণ

✍২৪। কবি সুলভ

✍২৫। দক্ষ.

✍২৬। মৌনী.


বৈষ্ণব সঙ্গের প্রভাবে এবং ভগবানের দিব্য নাম জপের ফলে বৈষ্ণবের মধ্যে এই গুণগুলো স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হয় |


Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি