ঢূলে ঢূলে গোরা চাঁদ
ঢূলে ঢূলে গোরা চাঁদ
![]() |
Lokanath Swami |
(১)
ঢূলে ঢূলে গোরা চাঁদ
হরি গুণ গাই
আসিয়া বৃন্দাবনে
নচে গৌর রায়
(২)
বৃন্দাবনের তরুর লতা
প্রেমে কয় হরি কথা
নিকুঞ্জের পাখি গুলি
হরি নাম সোনায়
(৩)
গৌর বলে হরি হরি
শারী বলে হরি হরি
মুখে মুখে শুক শারী
হরি নাম গায়
(৪)
হরি নামে মত্ত হয়ে
হরীণ আসিচে দেঈ
ময়ুর ময়ুরী প্রেমে
নাচিয়া খেলায়
(৫)
প্রাণে হরি ধ্যানে হরি
হরি বল বদন ভরি
হরিনাম গেয়ে গেয়ে
রসে গলে যায়
(৬)
আসিয়া যমুনার কুলে
নাচে হরি হরি বলে
যমুনা উঠলে এসে
চরণ ধোয়ায়