মন্দির পরিক্রমার ফল

মন্দির পরিক্রমার ফল


“বৃহন্নারদীয় পুরাণে” এই বিষয়ে একটা সুন্দর কাহিনী রয়েছে।

একটি গাছের উপরে একটা পাখি বসেছিল। দূর থেকে এক শিকারী সেই পাখিটির প্রতি তীর নিক্ষেপ করে। পাখির ডানার কিছু অংশ তীরের ফলায় কেটে যায়।

আহত হয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে পাখিটি নিচে পড়ে যায়। পাশেই ছিল একটি কুকুর।সে আক্রমণে উদ্যত হয়ে পাখিটির দিকে দৌড়ে যায়। ভয়ে ও যন্ত্রণায় আকুল হয়ে পাখিটি প্রাণপণে উড়ে পালানোর চেষ্টা করে। 

কাছেই ছিল শ্রীবিষ্ণুমন্দির।কি করে কোন দিকে পালাবে বুঝতে না পেরে পাখিটি সেই মন্দিরের চারিপাশে একপাক পরিক্রমা করেই মাটিতে মৃত্যুমুখে পতিত হয়।

সেই পাখিটি অজান্তে একবার ঐ মন্দির পরিক্রমা করার ফলে ইহ জনমে পাখি শরীর ত্যাগ করে নিত্য,শাশ্বত,চিন্ময় বৈকুন্ঠ জগতে ফিরে যায়।

📚 #বৃহন্নারদীয়_পুরাণ~

 তাহলে একটা পাখি যদি অজ্ঞাতসারে একবার মন্দির পরিক্রমা করে জন্ম মৃত্যুর শৃঙ্খল থেকে মুক্ত হয়ে, নিত্য,শাশ্বত,চিন্ময় বৈকুন্ঠধাম প্রাপ্ত হতে পারে,

তাহলে আমরা কেন ভগবানের মন্দির নিত্য পরিক্রমা করবো না?হে ভক্তবৃন্দ আসুন আমরা সবাই নিত্য ভগবানের শ্রীমন্দির পরিক্রমা,তুলসী পরিক্রমা করে গোবিন্দ চরণে

অহৈতুকি ভক্তি ও প্রেম লাভ করি।আর আমাদের মনুষ্য জনমকে সার্থক করে তুলি!


🙏🌹 রাধে রাধে 🌹🙏


Popular posts from this blog

শ্রীগুরু বন্দনা

প্রথম অধ্যায়- অর্জুন বিষাদ-যোগ

শ্রীশ্রীগৌর-আরতি