লোকে আমাকে উপহাস করে কেন?
আমি কোনও ভালো কথা বললেও লোকে আমাকে উপহাস করে কেন ?
ভালো কথায়ও যদি লোকে উপহাস করে , তবে বুঝতে হবে লোকের সেটা রোগ । রোগী লোকের ওপর বিক্ষুব্ধ হওয়া উচিত নয় । এক সময় শ্রীপরাশর মুনি জনক রাজাকে বলেছিলেন , সমাজে কোন্ ধরনের লোকের উপহাসাস্পদ হয়—
অন্যকে যে কাজ করতে দেখে আমি নিজে তাকে নিন্দা করি , স্বয়ং সেই কাজ কখনও করা উচিত হবে না , যদি স্বয়ং আমিও সেই কাজ করি , তবে নিশ্চয়ই আমি উপহাসের পাত্র হব ।
- রাজা বা নেতা যদি ভীরু হয় ,
- ব্রাহ্মণ ব্যক্তি যদি সর্বভোজী হয় ,
- মিথ্যাবাদী হয় ,
- বৈশ্য যদি বেকার বা কর্মহীন হয় ,
- শূদ্র যদি অলস হয় ,
- বিদ্বান্ ব্যক্তি যদি চরিত্রহীন হয় ,
- কুলীন ব্যক্তি যদি অসৎ ব্যবহার করে ,
- স্ত্রী যদি ব্যভিচারিণী হয় ,
- যোগী যদি কাম - ক্রোধ যুক্ত হয় ,
- বক্তা যদি মূর্খ হয় ,
- নরপতি যদি রাজ্যহীন বা প্রজার প্রতি স্নেহশূন্য হয় । তা হলে এই ধরনের ব্যক্তি সকলেরই উপহাসাম্পদ হয়ে থাকে ।
🌹🙏 রাধে রাধে 🙏🌹